অসহায় মানুষের পাশে উপর ঘাগুয়া প্রবাসী ট্রাষ্ট

14

করোনা ভাইরাসের সংক্রমনের মহামারী পরিস্থিতিতে গৃহবন্দী মানুষের পাশে দাঁড়ালো উপর ঘাগুয়া প্রবাসী ট্রাষ্ট। শনিবার (১১ এপ্রিল) ৯নং পশ্চিম আমুড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের ঘাগুয়ায় অসহায় ও গরীব ২৫০ অসহায় পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
উপর ঘাগুয়া প্রবাসী ট্রাষ্টের উদ্যোগে ও ২নং ঘাগুয়া ওয়ার্ডের তরুণ প্রজন্মের মাধ্যমে উপর ঘাগুয়া প্রবাসী ট্রাষ্টের সহযোগিতায় এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এসময় ৯নং পশ্চিম আমুড়া ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মুজিবুর রহমান মুজিব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় ও গরীব মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন ।
এ সময় তিনি বলেন- আপনারা ঘরে থাকুন, আপনাদের সেবক হিসেবে আমি বাইরে আছি। আপনারা সচেতন থাকুন, সামাজিক দুরত্ব বজায় রাখুন, জরুরি প্রয়োজনে আমার অফিস ও নিজ মোবাইল নাম্বার ২৪ ঘন্টা খোলা আছে, সাধ্যমতো আমি সহযোগিতা করে যাবো। তিনি এলাকার সকল প্রবাসীদের এমন উদ্যোগে ভুয়সী প্রশংসা করেন।
এ সময় ৯নং পশ্চিম আমুড়া ইউনিয়নের সদ্য সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী, তরুণ সমাজসেবক মাওলানা এমাদুদ্দীন সালিম, এলাকার প্রবীণ মুরব্বী কাইয়ুম মিয়া, ইসলাম উদ্দীন, নানু মিয়া, আব্দুল আহাদ, আব্দুল মুকিত, হোসেন আহমেদ, শরীফ উদ্দীন, সোসাইটি ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেটের সমাজকল্যাণ সম্পাদক ফরহাদ আহমেদ হৃদয়,সুহেল আহমেদ,সম্রাট শাহজাহান,সাকির আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি