কানাইঘাটে সরকারী ভাবে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত

5

কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাটে সরকারী ভাবে উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভায় ঘরবন্দী দিনমজুর, অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। ইতিমধ্যে সরকারী ভাবে উপজেলার জন্য ৭৫ মেট্রিক টন চাল ও ৩ লক্ষ টাকার মতো নগদ বরাদ্দ দেয়া হয়েছে। এসব চাল সুষ্ঠুভাবে বন্টনের জন্য উপজেলা প্রশাসন মাঠ পর্যায়ে তদারকি করে যাচ্ছেন। রবিবার উপজেলা পরিষদের উদ্যোগে সরকারী বরাদ্দকৃত খাদ্য সামগ্রী প্রায় আড়াইশ দরিদ্র পরিবারের মাঝে বিতরণ করা হয়। উপজেলা পরিষদের সামনে এসব খাদ্য সামগ্রী বিতরণকালে উপজেলা চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী উপস্থিত থেকে কয়েকটি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন। তিনি এ সময় স্থানীয় সাংবাদিকদের বলেন, উপজেলা পর্যায়ে সরকারী ভাবে যেসব চাল বরাদ্দ করা হয়েছে তা সুষ্ঠু ভাবে ৯টি ইউনিয়ন ও পৌরসভায় বিতরণ অব্যাহত রয়েছে। আরো সরকারী ভাবে বরাদ্দ আসবে। প্রধানমন্ত্রী বলেছেন কেউ না খেয়ে থাকবে না। আমরা জনপ্রতিনিধিদের মাধ্যমে দরিদ্র-দিনমজুর মানুষের তালিকা তৈরি করে প্রয়োজনে বাড়িতে বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেব। তিনি সরকারী নির্দেশনা মেনে চলাফেরার জন্য সবার প্রতি আহ্বান জানান এবং করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে আমরা যেন সবাই নিরাপদে থাকি এজন্য প্রয়োজন ব্যাতী রেখে কেউ যেন ঘর থেকে বের না হওয়ার জন্য তিনি অনুরোধ করেন। খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, কানাইঘাট সদর ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাজ উদ্দিন, কানাইঘাট প্রেসক্লাবের সহ সভাপতি আব্দুন নুর, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সহ সম্পাদক মাহবুবুর রশিদ সহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ এবং আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।