সিলেট নগরীতে আজ থেকে বিকেল ৫টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

25

স্টাফ রিপোর্টার :
সিলেটের সকল নিত্যপ্রয়োজনীয় দোকান আজ রবিবার থেকে নতুন নিয়মে খোলা থাকবে। এ সকল দোকান বিকেল ৫টা পর্যন্ত খোলা রাখা যাবে। শুধু ঔষধের দোকান খোলা রাখা যাবে ৫টার পর। সিলেট শহর ও জেলার সকল উপজেলার ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হবে।
সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম শনিবার এ আদেশ জারী করেছেন। শনিবার সন্ধ্যায় সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মুস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, সন্ধ্যা ৫টা পর কেউ দোকান খোলা রাখতে পারবেন না। রবিবার থেকে এটি কার্যকর হবে। তবে দোকান সকাল কয়টা থেকে খোলা যাবে এ বিষয়টি এখনো চূড়ান্ত করা হয়নি বলে জানান তিনি। সকাল থেকে নিত্যপ্রয়োজনীয় দোকান ও সার, বীজ, কীটনাশকের দোকান খোলা রাখা যাবে। বিকেল ৫টায় বন্ধ করতে হবে এসব দোকান। ৫টা পর শুধু ঔষধের দোকান খোলা রাখা যাবে।