স্টাফ রিপোর্টার :
নগরীর মিরের ময়দান এলাকায় অতিরিক্ত মালামাল বোঝাই ৬টি ট্রাক আটক করেছে সিলেট সিটি কপোরেশন। গত বুধবার মধ্য রাতে এ ট্রাকগুলো আটক করে নগর ভবনে নিয়ে যাওয়া হয়।
জানা গেছে, বুধবার রাত পৌণে ১২টার দিকে রিকাবীবাজার-সুবিদবাজার রাস্তা দিয়ে অতিরিক্ত পাথর বোঝায় একটি ট্রাক যাতায়াত করছিল। ট্রাকটি মিরের ময়দান এলাকায় পৌছামাত্র রাস্তায় দেবে যায়। রাস্তায় ট্রাক দেবে যাওয়ার খবর পেয়ে সাথে সাথে সেখানে ছুটে যান সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। সেখানে গিয়ে অতিরিক্ত পাথর বোঝাইর কারণে দেবে যাওয়া ট্রাকটি আটক করেন এবং কাগজপত্র জব্দ করেন। এরপর মেয়র আরিফ এই রাস্তা দিয়ে যাতায়াতকারী অতিরিক্ত মালামাল বোঝাই আরো ৬টি ট্রাক আটক করে নগর ভবনে নিয়ে যান।
এ ব্যপারে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, অতিরিক্ত মালামাল বোঝাই ট্রাকগুলো নগরীর ভেতর দিয়ে চলাচল করে রাস্তার ক্ষতি করছে। বার বার তাদেরকে বাঁধা দেয়া হলেও তা না মেনেই তারা ট্রাক চালাচ্ছে। এজন্য ৬টি ট্রাক আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে বলে জানান মেয়র।