শাবি থেকে সংবাদদাতা :
ফলাফল পুনর্মূল্যায়নসসহ তিন দফা দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সমাজবিজ্ঞান বিভাগের বিভাগের শিক্ষার্থীরা। সোমবার (১৬ মার্চ) সকাল ১০টা থেকে বিশ^বিদ্যালয়ের একাডেমিক ভবন ডি এর সামনে এই অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।
এর আগে গতকাল (১৫ মার্চ) ফলাফল পুনর্মূল্যায়নসসহ তিন দফা দাবিতে সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান বরাবর স্মারক লিপি দিয়েছেন শিক্ষার্থীরা। সাম্প্রতিক সময়ে প্রকাশিত বিভিন্ন সেমিস্টারের হতাশাজনক ও অনাকাঙ্খিত হওয়ায় এবং এই সেমিস্টার ছাড়াও বিভাগের সকল ব্যাচের সিজিপিএ সামাজিক বিজ্ঞান অনুষদের অন্যান্য বিভাগের তুলনায় কম।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, রবিবার বিভাগের নোটিশ বোর্ডে টাঙ্গানো তিনটি ব্যাচের ফলাফলে ব্যাপক বিপর্যয় পরিলক্ষিত হওয়ায় আন্দোলনে নামে শিক্ষার্থীরা। এরপর তারা বিভাগীয় প্রধানকে তিন দফা দাবি সম্বলিত স্মারক লিপি পেশ করে। এ দাবি মেনে নেয়ার জন্য দুই কার্যদিবস সময়সীমাও বেঁধে দেন শিক্ষার্থীরা। এরই প্রেক্ষিতে সোমবার ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা।
দাবি তিনটি হলো- বিভাগের সার্বিক ফলাফল তদন্ত করা, সম্প্রতি প্রকাশিত ফলাফল পূণঃমূল্যায়ন করে নতুনরূপে প্রকাশ ও সমাজবিজ্ঞান সমিতিকে কার্যকর করা।
অবস্থান কর্মসূচি সম্পর্কে শিক্ষার্থীরা বলেন, অনেক সময় আমরা ফলাফলের জন্য বিদেশে উচ্চ শিক্ষা কিংবা চাকরির অফার পাওয়া সত্বেও করতে পারি না। কতিপয় শিক্ষার্থীর রেজাল্ট খারাপ হতে পারে। তবে সকল ব্যাচের সকল শিক্ষার্থীর রেজাল্ট এক সাথে খারাপ হতে পারে না। তাই রেজাল্ট খারাপ হওয়ার ব্যাপারে অনুসন্ধান করা উচিৎ, সেজন্যই আমাদের এই আন্দোলন।
এ বিষয়ে বিভাগীয় প্রধান অধ্যাপক ড. লায়লা আশরাফুন বলেন, আমি বিভাগের শিক্ষকদের নিয়ে মিটিং ডেকেছি। বিভাগের শিক্ষকরা আলোচনা করে যে সিদ্ধান্ত নিবে তাই হবে। এতে আমি এককভাবে কোন সিদ্ধান্ত নিতে পারি না।