বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ বলেছেন, ভারতবর্ষের স্বাধীনতা-সংগ্রামে মুসলমানদের অবদান অপরিসীম, এমনকি তৎকালীন বৃটিশ সরকার সত্তরজন আলেম-উলামাকে ফাসিতে ঝুলিয়ে মেরেছিলো; অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে, কালের পরিক্রমায় আজ সেই ভারতে খসাই নরেন্দ্র মোদির হাতে মুসলমানরা নির্যাতিত, নিপিড়ীত, নিষ্পেষিত; এমতাবস্থায় আমাদের দেশের স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে স্বাগত বক্তা হিসেবে আমন্ত্রণ করা হয় ঐ খসাই নরেন্দ্র মোদীকে, যে কারণে প্রতিবাদে ফুঁসে ওঠেছে বাংলার আপামর মুসলিম জনতা। দেরিতে হলেও আমাদের সরকারের শুভবুদ্ধির উদয় হয়েছে, মোদির সফর বাতিল করা হয়েছে, এজন্য আমরা বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাই, যাতে এমন কোন কুখ্যাত খুনিকে দাওয়াত দিয়ে নিয়ে এসে আমাদের সোনার বাংলাকে কলঙ্কিত করা না হয়।
ভারতের দিল্লীতে মুসলমানদের উপর উগ্র হিন্দুত্ববাদীদের হামলা, হত্যা ও মসজিদে অগ্নিসংযোগের প্রতিবাদে ৯ মার্চ সোমবার স্থানীয় মীরপুর বাজারে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া জগন্নাথপুর পূর্ব উপজেলা শাখা আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা সভাপতি মুহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাছুম এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা আল ইসলাহর প্রচার সম্পাদক মাওলানা আব্দুল হান্নান সিদ্দিকী, সুনামগঞ্জ জেলা তালামীযের সাধারণ সম্পাদক আব্দুল গনী সোহাগ, সহ প্রচার সম্পাদক নাসির উদ্দীন, সহ প্রশিক্ষণ সম্পাদক সালেহ আহমদ ছালিক, জগন্নাথপুর উপজেলা আল ইসলাহর সহ সভাপতি মাওলানা মহি উদ্দীন এমরান, মীরপুর উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা এখলাছুর রহমান, জগন্নাথপুর পশ্চিম উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস মুন্না। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হলিয়ারপাড়া ফাযিল মাদরাসার শিক্ষক মাওলানা সাইফুল ইসলাম, মাওলামা মকবুল হোসেন, মাওলানা আব্দুর রউফ, নজীপুর মাদরাসার প্রধান শিক্ষক হাফিজ আব্দুল কাইয়ুম, লোহারগাও আল ইহসান ইসলামিয়া মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা আব্দুল ওয়াহিদ, সহকারী প্রধান মাওলানা আহমদ আলী, নজিপুর মাদরাসার শিক্ষক হাফিজ আব্দুল মজিদ, জগন্নাথপুর পৌর তালামীযের সাধারণ সম্পাদক ইমরান আহমদ, পূর্ব উপজেলা তালামীযের সহ সভাপতি হোসাইন আহমদ, সাংগঠনিক সম্পাদক জাকির আহমদ, প্রচার সম্পাদক জুবায়ের আহমদ, অর্থ সম্পাদক শাহেদ আবেদীন, সহ অফিস সম্পাদক ইয়াকুব আহমদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক হাবিবুর রহমান, সদস্য জুবায়ের আহমদ, হলিয়ারপাড়া মাদরাসা শাখার সভাপতি আকবর আলী, রসুলগঞ্জ আলিম মাদরাসা শাখার সাধারণ সম্পাদক সফর আলী প্রমুখ। বিজ্ঞপ্তি