শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রি আয়োজিত সিলেটের শাহী ঈদগাহ মাঠে ৬ষ্ঠ সিলেট আন্তর্জাতিক বাণিজ্য মেলার কাজ। অন্যদিকে মেলার স্টলগুলোতে আসতে শুরু করেছে পণ্য। আগামী কয়েক দিনের মধ্যেই উদ্বোধন হচ্ছে যাচ্ছে ৬ষ্ঠ আন্তর্জাতিক বাণিজ্য মেলা। প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে মেলা চলবে রাত ১০টা পর্যন্ত।
মেলায় অংশ নেওয়া দেশগুলো হলো থাইল্যান্ড, ইরান, তুরস্ক, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, মালয়েশিয়া, ভিয়েতনাম, ভারত, পাকিস্তান সহ অন্যান্য স্বনামধন্য প্রতিষ্ঠান। এছাড়াও মেলায় অংশ নেবে দেশের বড় প্রতিষ্ঠানগুলো। এর মধ্যে রয়েছে ওয়ালটন, মিনিস্টার, প্রাণ আরএফএল গ্রুপ সহ বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান।
স্টল নির্মাণ কাজের সঙ্গে জড়িত শ্রমিকরা জানান, যে কাজ রয়েছে, তা মেলা উদ্বোধন হওয়ার আগেই শেষ হবে। তবে কিছু কিছু স্টলের নির্মাণ কাজ বাকি থাকতে পারে। সংশ্লিষ্টরা বলছেন, অধিকাংশ দোকানেই মালামাল চলে আসেতে শুরু করেছে। তারা জানান, মেলার গেট নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। তাদের হাতে এখনও কিছু কাজ বাকি রয়েছে।
এব্যপারে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সদস্য আব্দুল গফফার জানান, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ৬ষ্ঠ সিলেট আন্তর্জাতিক বাণিজ্য মেলা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়, ক্রীড়া মন্ত্রণালয়ের অনুমতিক্রমে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় মেলার আয়োজন করা হয়েছে। তিনি জানান, আন্তর্জাতিক বাণিজ্য মেলার শেষ সময়ের প্রস্তুতি চলছে। এছাড়া ফুলের বাগান, শিশু পার্ক, মসজিদ, শৌচাগার, ফায়ার সার্ভিস স্টেশন, গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা ইত্যাদি থাকছে এই মেলায়। মেলার দর্শনার্থীদের নিরাপত্তার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হবে এবং পর্যাপ্ত ক্লোজড সার্কিট ক্যামেরাও থাকবে বলে জানিয়েছেন তিনি। বিজ্ঞপ্তি