ওবায়দুল মুন্সী
আগুন ঝরা ফাগুন এলো
চলে গেছে শীত
গাছের শাখে কোকিল করে
কুহু সুরে গীত।
এমন মধু সুরের ধারা
মনে লাগে দোলা
বাউল মনে উদাস বায়ু
আনে নব বোল!
সতেজ আসে বনের মাঝে
ভরে ফুলে ফলে
মনের সুখে গাঁয়ের বধু
পথে হেঁটে চলে।
ফাগুন বেলা শিমুল বনে
ওঠে কুহু গীতি
একই সুতো রাখছে বেঁধে
কতো মায়া প্রীতি।