১ ফেব্র“য়ারী ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনে নির্লজ্জ ভোট ডাকাতির ও ডিজিটাল জালিয়াতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার। একই সাথে ভোট ডাকাতির প্রতিবাদে ঢাকায় বিএনপি আহুত রবিবারের সকাল-সন্ধ্যা হরতালের প্রতি সমর্থন ব্যক্ত করেন তিনি। হরতাল সফল করার জন্য ঢাকা সহ দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
শনিবার এক জরুরী বিবৃতিতে কামরুল হুদা জায়গীরদার বলেন, ১/১১ এর ফখর-মঈন সরকারের সাথে আতাত করে ক্ষমতা দখলের পর থেকে আওয়ামীলীগ বার বার দেশের নির্বাচন ব্যবস্থাকে বিপন্ন করে তুলেছে। বাকশালী শাসনে বিধ্বস্ত গণতন্ত্রকে সুসংহত করতে বিএনপি বিভিন্ন বাধা সত্ত্বেও নির্বাচনে অংশগ্রহণ করেছে। দেশবাসী ভেবেছিল হয়তো আওয়ামীলীগ ভোট ডাকাতি থেকে সরে এসে ন্যূনতম লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করবে। কিন্তু সদ্য সমাপ্ত ঢাকার দুই সিটি নির্বাচনে নির্লজ্জ ভোট ডাকাতি ও ডিজিটাল জালিয়াতির মাধ্যমে আওয়ামীলীগ প্রমাণ করেছে তারা দেশের নির্বাচন ব্যবস্থাকে একেবারে মাইনাস করার ফর্মূলা বাস্তবায়ন করতে শুরু করেছে। বাকশালীদেরকে এজন্য কঠিন পরিনতি ভোগ করতে হবে। স্বৈরাচারী সরকারদের পরিণতি কখনোই ভাল হয়নি। ইতিহাসের ধারাবাহিকতায় আওয়ামীলীগকেও করুণ পরিণতির সম্মুখীন হতে হবে। এই ধরনের প্রহসনের নির্বাচন না করে নিজ দলের প্রার্থীদের বিজয়ী ঘোষণা করাটাই আওয়ামীলীগের উচিত ছিল। এতে দেশের এবং ভিন্ন দলের প্রার্থীদের অর্থ ও সময় অপচয় হতো না। এই নির্বাচন বাতিল করে অবাধ সুষ্ঠু নির্বাচন দেয়ার জন্য সরকারকে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার বৃহত্তর স্বার্থে বিএনপি আহূত ঢাকায় রবিবারের হরতালকে সর্বাত্মকভাবে সফল করার জন্য ঢাকা সহ দেশবাসীকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান তিনি। বিজ্ঞপ্তি