সিলেট-৩ আসনের এমপি ধর্ম ও বাণিজ্য বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ-উস-সামাদ চৌধুরী বলেছেন, ঐতিহ্যবাহী ফুটবল খেলাকে ধরে রাখতে হলে প্রতিযোগিতার বিকল্প নেই। প্রতিযোগিতার মাধ্যমে ভালো খেলোয়াড় তৈরি করা সম্ভব।
কুচাই ইছরাব আলী স্কুল এন্ড কলেজ মাঠে ডা: আব্দুস শুকুর গ্যারারীর পাশে আরেকটি গ্যালারী নির্মাণ করার প্রতিশ্র“তি দেন। মাহার উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
এমপি মাহমুদ-উস-সামাদ চৌধুরী গতকাল ৩১ জানুয়ারী শুক্রবার বিকেলে দক্ষিণ সুরমার কুচাই ইছরাব আলী স্কুল এন্ড কলেজ মাঠে ১ম মাহা আন্ত:ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
দক্ষিণ সুরমা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে জেলা ফুটবল এসোসিয়েশনের সহযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ সুরমা ফুটবল এসোসিয়েশনের সভাপতি শাহ নিজাম উদ্দিনের সভাপতিত্বে ভাষ্যকার আব্দুল আহাদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ,মোগলাবাজার থানার ওসি (তদন্ত) ছাহাবুল ইসলাম, কুচাই ইউপি’র প্যানেল চেয়ারম্যান কামাল আহমদ কাবুল। বিজ্ঞপ্তি