হামীম রায়হান
একুশ থেকে একাত্তর-
একি সূত্রে গাঁথা,
আমরা পেলাম ভাষার শক্তি,
আর স্বাধীনতা।
বুকের রক্ত বিলিয়ে দিলাম-
রাখতে ভাষার মান,
দেশটা স্বাধীন করতে দিলাম-
ত্রিশ লক্ষ প্রাণ।
তাই তো আমি ভয় করি না-
দৈত্য দানব যত,
বুকে আমার অসীম সাহস-
ফুটছে অবিরত।
সব প্রেরণার উৎস আমার-
একুশ-একাত্তর,
আধার এলে মশাল হাতে-
আনবো আলোর ভোর।