মো: শাহজাহান মিয়া জগন্নাথপুর থেকে :
এগিয়ে চলছে বেড়িবাঁধ নির্মাণ কাজ। কয়েকটি প্রকল্পের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। তবে এখনো বেশ কয়েকটি প্রকল্পের কাজ শুরুই হয়নি। এ নিয়ে স্থানীয় কৃষকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
১৮ জানুয়ারি শনিবার সরজমিনে নলুয়ার হাওরের ফসল রক্ষা বেড়িবাঁধের ভূরাখালি গ্রামের পাশে অবস্থিত ৭ ও ৮ নং পিআইসি এলাকায় গিয়ে দেখা যায়, বাধের অধিকাংশ কাজ শেষ হয়ে গেছে।
এ সময় ৭নং পিআইসি কমিটির সভাপতি উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড আহবায়ক আবুল কয়েছ বলেন, আমার অংশের মাটি ভরাট কাজ শেষ হয়ে গেছে। তবে ড্রেসিং সহ অন্যান্য কাজ বাকি রয়েছে। আশা করছি আগামী ২/৩ দিনের মধ্যে শেষ হয়ে যাবে।
৭নং পিআইসি কমিটির সভাপতি ব্যবসায়ী ছালিকুর রহমান বলেন, আমার অংশের ৮০ ভাগ কাজ শেষ হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে বাকি কাজ শেষ হয়ে যাবে। তবে হাওরের বিভিন্ন স্থানে মাটি পাওয়া যাচ্ছে না। যে কারণে অনেকে এবার বেকায়দায় পড়েছেন। এ সময় বাঁধে দেখা হয় পাউবো’র সহকারি হুমায়ুন কবিরের সাথে। তিনি বলেন কয়েকটি প্রকল্পের কাজ শেষ প্রান্তে হলেও এখনো অনেক প্রকল্পের কাজ শুরু হয়নি। দ্রুত কাজ করতে আমরা পিআইসিদের চাপ দিয়ে যাচ্ছি। যদিও মাটি কাটা গাড়ি সংকটের কারণে অনেকে কাজ শুরু করতে পারেননি বলে অন্যান্য পিআইসি কমিটির সাথে জড়িতদের মধ্যে জানান।
এদিকে-দাস নোয়াগাঁও গ্রাম এলাকায় ৩নং পিআইসি এলাকায় কাজ এগিয়ে চলছে। এ কমিটির সভাপতি স্থানীয় ইউপি সদস্য রণধীর কান্তি দাস রান্টু বলেন, ইতোমধ্যে আমার অংশের ৪০ ভাগ কাজ শেষ হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে বাকি কাজ শেষ হয়ে যাবে। তবে স্থানীয় কৃষকদের মধ্যে অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেন, এখনো অনেকে প্রকল্পের কাজ শুরুই হয়নি। তা হলে শেষ হবে কবে কেউ জানেন না। এ নিয়ে আমরা শঙ্কায় রয়েছি।