ফের বাড়ছে পেঁয়াজের দাম

4

স্টাফ রিপোর্টার :
ফের বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। গত দুয়েক সপ্তাহের চেয়ে এই সপ্তাহে বিভিন্ন জাতের পেঁয়াজের দাম কেজি প্রতি ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। গতকাল সোমবার সকালে নিত্যপ্রয়োজনীয় জিনিসের সবচেয়ে বড় পাইকারি বাজার কালিঘাট ঘুরে এ তথ্য পাওয়া গেছে।
জানা যায়, সোমবার প্রতি কেজি দেশী পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১৫-১২০ টাকায়। যা গত সপ্তাহে ছিল ১০০-১০৫ টাকা। এ সপ্তাহে এই জাতের পেঁয়াজের দাম কেজি প্রতি বেড়েছে ১৫-২০ টাকা। মিশরী পেঁয়াজ আজ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮৫-৯০ টাকায়। যা গত সপ্তাহে ছিল ৭৫-৮০ টাকা। এ সপ্তাহে এই জাতের পেঁয়াজের দাম কেজি প্রতি বেড়েছে ১০-১৫ টাকা। তুরস্ক থেকে আসা পেঁয়াজ সোমবার বিক্রি হচ্ছে ৫৫-৬০ টাকায়। যা গত সপ্তাহে ছিল ৪০ টাকা। এ সপ্তাহে এই জাতের পেঁয়াজের দাম কেজি প্রতি বেড়েছে ১৫-২০ টাকা। এছাড়া টার্কি ছোট জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১৫ টাকায়। গত দুয়েক সপ্তাহেএ পেঁয়াজের দাম ছিল ১০০-১০৫ টাকা। আর পাইকারি বাজারে চায়না পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ টাকা প্রতি কেজি দামে। যা গত সপ্তাহে ছিল ৫৫ টাকা। খুচরা বাজারে বিভিন্ন জাতের পেঁয়াজ কেজি প্রতি আরো ৫-১০ টাকা বেশী দরে বিক্রি হচ্ছে বলে জানা গেছে।