শিববাড়ীতে সাবেক ফুটবলার ও সমাজসেবীর উপর মিথ্যা মামলার প্রতিবাদে সভা

7

দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দি ইউনিয়নের বৃহত্তর চন্দাই ও জৈনপুর এলাকাবাসীর উদ্যোগে এক প্রতিবাদ সভা গত ৪ জানুয়ারি শনিবার রাতে শিববাড়ী বাজারে অনুষ্ঠিত হয়।
সাবেক ফুটবলার আব্দুস সালাম ও সমাজসেবী সোহেল রানা’র উপর ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে আয়োজিত প্রতিবাদ সভায় বিশিষ্ট মুরব্বী তাহির আলীর সভাপতিত্বে ও হাসানুল শহিদ হাছনু’র পরিচালনায় সভায় বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা সালিশী ব্যক্তিত্ব রবিন্দ্র কুমার দেব আশিষ, আতাউর রহমান আফরুজ, নিজাম উদ্দিন, মতিউর রহমান মতিন, বিশিষ্ট মুরব্বী রফিক মাষ্টার, বরইকান্দি ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড মেম্বার সৈয়দ মুমিনুর রহমান সুমিত, ৮নং ওয়ার্ড মেম্বার লয়লু মিয়া ও ৯নং ওয়ার্ড মেম্বার কামাল আহমদ, শাহ আ আব্দুল মালিক উমর, হরুন মিয়া, তালেব উদ্দিন, লায়েক মিয়া, জুবের আহমদ, বিদ্যুৎ দেব, পিন্টু চক্রবর্তী, শিশু মিয়া, জুনেদ আহমদ, সেলিম আহমদ, সুহেদ আহমদ, কবির খান, শাহিন আহমদ, সুমন আহমদ, রাজা মিয়া, আলী, মাসুক প্রমুখ সহ চান্দাই ও জৈনপুরের মরুব্বী, সমাজসেবী, যুবসমাজ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি