এনবিআরের নতুন চেয়ারম্যান রহমাতুল মুনিম

10

কাজিরবাজার ডেস্ক :
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ২ বছর মেয়াদী নতুন চেয়ারম্যান হিসেবে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিমকে নিয়োগ দেয়া হয়েছে।
বুধবার (১ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ২ বছর মেয়াদী চুক্তি ভিত্তিক এই নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়।
অবসরোত্তর ছুটি স্থগিতের শর্তে আগামী ৬ জানুয়ারি অথবা যোগদানের দিন থেকে তার এ যোগদান কার্যকর হবে। এ সময় অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব হিসেবে রহমাতুল মুনিম এ দায়িত্ব পালন করবেন। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব পদাধিকার বলে এনবিআরের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। আগামী ৫ জানুয়ারি আবু হেনা মো. রহমাতুল মুনিমের অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা ছিল। রহমাতুল মুনিম বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা।
চুক্তিতে এনবিআর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব চালিয়ে আসা মোশাররফ হোসেন ভূঁইয়ার মেয়াদ ২ জানুয়ারি শেষ হচ্ছে। তার স্থলাভিষিক্ত হচ্ছেন আবু হেনা রহমাতুল মুনিম।