আজ জেএসসি ও পিইসির ফল প্রকাশ

25

কাজিরবাজার ডেস্ক :
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) এবং প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফল প্রকাশ আজ মঙ্গলবার। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ ফল হস্তান্তর করবেন। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের জানান, ফলাফল প্রধানমন্ত্রীর হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের পর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বেলা সাড়ে ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ে জেএসসি ও সমমানের পরীক্ষার ফল বিস্তারিত তুলে ধরবেন।
অন্যদিকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন দুপুর ১টায় প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার বিস্তারিত ফল তুলে ধরবেন বলে জানান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায়। শিক্ষার্থীরা বেলা ১২টায় নিজ নিজ কেন্দ্র বা প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে জেএসসি ও জেডিসির ফল জানতে পারবে।
মোবাইল থেকে যেভাবে পঞ্চম ও অষ্টম শ্রেণির ফল পাওয়া যাবে-
প্রাথমিক সমাপনী পরীক্ষার ফল
উচঊঝঞটউঊঘঞ ওউণঊঅজ ্ ঝঊঘউ ঞঙ ১৬২২২
ঊীধসঢ়ষব: উচঊ ১১২০১৯৪১৪২৪৩২২২২ ২০১৯ ্ ঝঊঘউ ঞঙ ১৬২২২
ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফল
ঊইঞঝঞটউঊঘঞ ওউণবধৎ ্ ঝঊঘউ ঞঙ ১৬২২২
ঊীধসঢ়ষব: ঊইঞ ১১২০১৯৪১৪২৪৩২২২২ ২০১৯ ্ ঝঊঘউ ঞঙ ১৬২২২
ঔঝঈ পরীক্ষার ফল
ঔঝঈইঙঅজউজঙখখণঊঅজ ্ ঝঊঘউ ঞঙ ১৬২২২
ঊীধসঢ়ষব: ঔঝঈ উঐঅ ১২৩৪৫৬ ২০১৯ ্ ঝঊঘউ ঞঙ ১৬২২২
ঔউঈ পরীক্ষার ফল
ঔউঈগঅউজঙখখণঊঅজ ্ ঝঊঘউ ঞঙ ১৬২২২
ঊীধসঢ়ষব: ঔউঈ গঅউ ১২৩৪৫৬ ২০১৯ ্ ঝঊঘউ ঞঙ ১৬২২২
ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমেও ফল জানা যাবে-
(িি.িফযধশধবফঁপধঃরড়হনড়ধৎফ.মড়া.নফ) রেজাল্ট কর্নারে শিক্ষাপ্রতিষ্ঠানের ইআইআইএন এন্ট্রি করে প্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে। এছাড়া িি.িবফঁপধঃরড়হনড়ধৎফ.মড়া.নফ ওয়েবসাইট থেকেও রেজাল্ট কর্নারে গিয়ে বোর্ড ও প্রতিষ্ঠানের ইআইআইএন ব্যবহার করে প্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।
এছাড়া বেলা আড়াইটা থেকে সব জেলা, উপজেলা বা থানায় নিজ নিজ পরীক্ষা পরিচালনা কমিটির মাধ্যমে প্রাথমিক সমাপনীর ফল পাওয়া যাবে। প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইট (িি.িফঢ়ব.মড়া.নফ) ও (যঃঃঢ়://ফঢ়বৎবংঁষঃ.ঃবষবঃধষশ.পড়স.নফ) এই ঠিকানায় পাওয়া যাবে প্রাথমিক সমাপনীর ফল। বেলা ১২টায় প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনীর ফল পাওয়া যাবে। মোবাইল অ্যাপস এর মাধ্যমে যে কেউ জেনে নিতে পারবে জেএসসি-জেডিসির ফল (িি.িবফঁপধঃরড়হনড়ধৎফৎবংঁষঃং.মড়া.নফ) ঠিকানায়।