কাজিরবাজার ডেস্ক :
আগামীকাল ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার বলয়গ্রাস সূর্যগ্রহণ হবে। এটি ২০১৯ সালের শেষ সূর্যগ্রহণ। উৎসবের এই মৌসুমে বছরের শেষ সূর্যগ্রহণের সাক্ষী থাকবেন এশিয়ার একাধিক দেশের মানুষ। অস্ট্রেলিয়া, ফিলিপিন্স, সৌদি আরব, সিঙ্গাপুরসহ এশিয়ার বিভিন্ন দেশে এই বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে।
বলয়গ্রাস সূর্যগ্রহণ কী : পৃথিবী ও সূর্যের মধ্যে এক সরলরেখায় চাঁদ এসে গেলে সেই ছাড়ায় পৃথিবী পৃষ্ঠে পড়ে। এই মহাজাগতিক ঘটনার নাম সূর্যগ্রহণ। যদিও এই মুহূর্তে চাঁদ পৃথিবী থেকে কিছুটা দূরে থাকার কারণে চাঁদের প্রচ্ছায়া পৃথিবীর উপরে পড়বে। এর ফলে সূর্যকে একটি বলয়ের মতো দেখাবে।
কখন দেখা যাবে সূর্যগ্রহণ : বাংলাদেশের সময় সকাল সাড়ে ৮টার দিকে সূর্যগ্রহণ শুরু হবে। বলয়গ্রাস গ্রহণ শুরু হবে ভারতীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে। বলয়গ্রাস গ্রহণ শেষ হবে দুপুর ১টায়। এরপরে গ্রহণ শেষ হবে দুপুর ২টায়। দক্ষিণ ভারত, উত্তর/পূর্ব আফ্রিকা, দক্ষিণ এশিয়া ও উত্তর/পূর্ব অস্ট্রেলিয়া থেকে এই গ্রহণ দেখা যাবে।
সুরক্ষিত উপায়ে সূর্যগ্রহণ দেখবেন যেভাবে : নিজে চোখে সূর্যগ্রহণ দেখার আগে চোখের সঠিক সুরক্ষা অবশ্যই নিতে হবে। খালি চোখে সূর্যগ্রহণ দেখলে চিরতরে চোখের ক্ষতি হতে পারে।