কানাইঘাট থেকে সংবাদদাতা :
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ১১ জানুয়ারী ২০২০ বাস্তবায়নে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১১টায় স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে জাতীয় পুষ্টিসেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ও কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শেখ শরফুদ্দিন নাহিদের সভাপতিত্বে ও পরিসংখ্যানবিধ সুবোধ চন্দ্র দাসের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বারিউল করিম খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম, কানাইঘাট পৌর মেয়র নিজাম উদ্দিন, লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউপি চেয়ারম্যান জেমস্ লিও ফারগুসন নানকা, দীঘিরপার পূর্ব ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল, বড়চতুল ইউপি চেয়ারম্যান আবুল হোসেন চতুলী। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবুল হারিছ। বক্তব্য রাখেন, মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) মোঃ বিলাল উদ্দিন, কানাইঘাট প্রেসক্লাবের সদস্য সুজন চন্দ অনুপ। উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর সরকার, উপজেলা শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার সাহা, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জিলানী, বড়দেশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুর উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডাঃ ফয়জুর আহমেদুজ্জামান খান, স্বাস্থ্য পরিদর্শক ইয়াজুল আমিন, ইউএফপিএ মারুফ আহমেদ, এফআইভিডিবি সূচনা প্রকল্পের উপজেলা প্রকল্প কর্মকর্তা গৌতম দাস, নিউট্রেশন অফিসার এ.কে. শামীম আহমদ, জিসিডিও এনামুল হক, সাংবাদিক বদরুল ইসলাম, মাহফুজ সিদ্দিকী, উপজেলা মহিলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা রোকসানা জাহান, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী খালেদ সাইফুল্লাহ, সীমান্তিকের মোঃ আবুল কালাম সহ বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ।