ওসমানীনগর থেকে সংবাদদাতা :
ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় মাদরাসার ছাত্রসহ ১০ জন আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। এ দুর্ঘটনাটি ঘটে রবিবার বিকেলে সিলেট-ঢাকা মহাসড়কের দয়ামীর এলাকায় ঘটে। এর মধ্যে গুরুতর আহত ৩ জন নারী ও ২জন পুরুষকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে ওসমানীনগরের তাজপুর ফায়ার সার্ভিসের র্কর্মীরা।
জানা যায়, সিলেটগামী দ্রুতগতির মিনিবাসের (ঢাকা মেট্রো জ- ১১-২২-৬৪) সাথে বিপরীতমুখি পাথর বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনিবাসটি ধুমড়েমুচড়ে গেলে বাসের নারী পুরুষসহ কমপক্ষে দশ জন যাত্রী আহত হন। আহতদের মধ্যে বালাগঞ্জের রিফাতপুর গ্রামের হোসাইন আহমদ ও নাজমুল ইসলাম দুই মাদরাসা ছাত্র ছিল। তারা হাফিজি পরীক্ষা দেয়ার জন্যইয়াকুবিয়া হিফজুল কুরআন বোর্ডের পরীক্ষা ফুলতলীতে যাচ্ছিল। অন্যান্য আহতের পরিচয় জানা যায়নি।
ওসমানীনগরের তাজপুর ফায়ার সার্ভিসের ডিউটি ম্যান ওবায়দুর রহমান মুসা দূর্ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা গুরুতর ৫জনকে হাসপাতালে প্রেরণ করেছি।