ছড়া-খালের গতি পরিবর্তন করে ভবন নির্মাণ গুঁড়িয়ে দিয়ে ফিরিয়ে আনা হবে গতি – মেয়র আরিফুল হক

5
নগরীর ১০নং ওয়ার্ডে গাভিয়ার খালের উপর নির্মিত স্থাপনা ভাঙ্গার কাজ পরিদর্শন করছেন মেয়র আরিফুল হক চৌধুরী।

সিলেট সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, জলাবদ্ধতার কবল থেকে নগরবাসীকে মুক্ত করতে নগরীর সকল ছড়া-খাল খনন করে তা দখলমুক্ত করা হবে। ১৯৫৬ সনের রেকর্ড অনুযায়ী ছড়া-খালের গতি পরিবর্তন করে সেখানে যারা প্রাসাদ নির্মাণ করেছেন সেসব ভবন গুঁড়িয়ে দিয়ে ফিরিয়ে আনা হবে ছড়া ও খালের গতি। ফলে নগরবাসী বর্ষা মৌসুমে জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পাবেন।
বুধবার (১৮ ডিসেম্বর) সকালে নগরীর কানিশাইল এলাকার গাভিয়ার খাল ছড়া উদ্ধার অভিযান শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
মেয়র বলেন, জরিপ অনুযায়ী নগরীর সকল ছড়া-খালের উপর নির্মিত অবৈধ স্থাপনা চিহ্নিত করে উচ্ছেদ চলছে। তবে স্থানীয়দের অনুরোধে আজকের গাভিয়ার খালের অভিযান আগামী সোমবার পর্যন্ত স্থগিত করা হয়েছে। এর মধ্যে যদি দখলকারীরা নিজ উদ্যোগে অবৈধ স্থাপনা অপসারণ না করেন তবে তা আবারো উচ্ছেদ করা হবে।
অভিযানে সিসিকের সিটি কাউন্সিলর তারেক উদ্দিন তাজ, মহিলা কাউন্সিলর মাসুদা সুলতানা সাকি, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী আলী আকবর, শামছুল হক পাটোয়ারী সহ সিসিকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও এসএমপি পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি