সার উৎপাদন যাতে ব্যাহত না হয় কর্মকর্তা কর্মচারীদের সচেষ্ট থাকতে হবে —— মাহমুদ উস সামাদ এমপি

17
ফেঞ্চুগঞ্জে শাহজালাল সারকারখানার নবনির্মিত হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি।

সিলেট-৩ আসনের এমপি, বাণিজ্য ও ধর্ম মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, ফেঞ্চুগঞ্জে শাহজালাল সারকারখানা স্থাপন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতার প্রমাণ। সাড়ে ৫ হাজার কোটি টাকা ব্যয়ে এ কারখানাটি স্থাপন করা হয়েছে। এ কারখানার উৎপাদন যাতে কোন অবস্থায় ব্যাহত না সে বিষয়ে কারখানার কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, এ কারখানা থেকে উৎপাদিত সার প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে। এতে কৃষকদের সারের চাহিদা পূরণ হচ্ছে। এ সারকারখানা উৎপাদন লক্ষ্যমাত্র অবশ্য পূরণ করতে হবে। সিলেট-৩ নির্বাচনী এলাকায় ৯ হাজার কোটি টাকার উন্নয়ন হয়েছে। বর্তমান সরকার ৩২শ’ মেগাওয়াট বিদ্যুৎ থেকে বর্তমান ১৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদান করছে। ফলে দেশে বিদ্যুতের লোডশেডিং নেই। ফলে দেশের জনগণের দুর্ভোগ দূর হয়েছে।
মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি ১৭ ডিসেম্বর মঙ্গলবার সকালে ৪ কোটি ৪৬ লক্ষ টাকা ব্যয়ে ফেঞ্চুগঞ্জ শাহজালার সারকারখানার নবনির্মিত হাসপাতাল ও ৪ কোটি ২০ লক্ষ ব্যয়ে সারকারখানার নবনির্মিত ভিআইপি অতিথি ভবনের পৃথক পৃথক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ফেঞ্চুগঞ্জ শাহজালার সারকারখানার সিবিএ সভাপতি আব্দুল মালেক চৌধুরীর সভাপতিত্বে ও মাহফুজুর রহমান জাহাঙ্গীর এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সারকারখানার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ মনিরুল হক, জি.এম প্রশাসন মিজানুর রহমান, কমিউনিটি নেতা স্যার এনামুল ইসলাম, নাদির আহমদ খান, ফেঞ্চুগঞ্জ থানার ওসি আবুল বাশার মোঃ বদরুজ্জামান, সারকারখানা হাসপাতালের ডাক্তার মুজিবুর রহমান। অন্যান্যের বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মিছবাহ আহমদ চৌধুরী, মীর শাখাওয়াত হোসেন তরু, মামুন আহমদ নেওয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক মহিব উদ্দিন বাদল, সাংগঠনিক সম্পাদক নুরুর ইসলাম খোকন, কোষাধ্যক্ষ ডিএম ফয়ছল, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আব্দুল মতিন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আলতাউর রহমান রুনু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আকরাম হোসেন প্রমুখ।
এর আগে সরকারখানা মাঠ সংলগ্ন একটি ভবনে রেডরোজ কিন্ডারগার্টেন স্কুলের উদ্বোধন করা হয়। পরে ১ কোটি ৬ লক্ষ টাকা ব্যয়ে পুরান বাজারে পিপিএম উচ্চ বিদ্যালয়ের ঊর্ধ্বমুখী ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান অতিথি মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি। বিজ্ঞপ্তি