বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রী সহ-সভাপতি হাফেজ আবদুল হাই হারুন বলেছেন, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করতে হলে ইসলামী হুকুমাত কায়েম করতে হবে। মেহনতি মানুষের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে ইসলামী শ্রম আন্দোলনে সাধারণ শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। সর্বোপরি, আমাদের সকল কে দুনিয়া ও আখেরাতের সফলতা নিশ্চিত করতে নিজ নিজ আমল আখলাক কে সুন্দর করতে হবে। হাফেজ আবদুল হাই হারুন গতকাল মঙ্গলবার মঙ্গলবার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গোয়াইনঘাট উপজেলার সালুটিকর আঞ্চলিক কমিটির উদ্যোগে আয়োজিত শ্রমিকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। শ্রমিক কল্যাণ ফেডারেশন সালুটিকর আঞ্চলিক কমিটির সভাপতি শ্রমিক নেতা আনছার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা চাষী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব সাইদুর রহমান, সিলেট জেলা উত্তর শাখা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সাংবাদিক আনোয়ার হোসাইন, মাওলানা আসাদুজ্জামান।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, সালুটিকর শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা মাওলানা একরামুল হক, উপদেষ্টা হাজী আব্দুল মুহিত মাসুদ, ইমরুল হাসান, ইমরান আহমেদ, মালেক আহমদ। বিশেষ অতিথির বক্তব্যে আলহাজ্ব সাইদুর রহমান উপস্থিত পরিবহন শ্রমিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, শ্রমিক জনগোষ্ঠির কল্যাণে কাজ করছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। তিনি সকল শ্রমিক কে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। বিশেষ অতিথির বক্তব্যে সাংবাদিক আনোয়ার হোসাইন বলেন, মেহনতি মানুষের আন্দোলন নিশ্চিত করতে হলে এলাকায় এলাকায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সংগঠন গড়ে তুলতে হবে। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শ্রমিক নেতা জামাল উদ্দিন, ইরন মিয়া, শাহীন আহমদ, আব্বাস আলী, জমসিদ, কালা, সুজন মিয়া, আব্দুল হাশিম, শফিক মিয়া, সাদিক প্রমুখ। বিজ্ঞপ্তি