জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদারসহ ৫৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ॥ মিছিল থেকে ককটেল বিস্ফোরণ

17

স্টাফ রিপোর্টার :
আপিল বিভাগে বেগম খালেদা জিয়ার জামিনের আবেদন খারিজের প্রতিবাদে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বের করা মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনায় কোতোয়ালী থানায় মামলা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে ৩৮ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫-২০ জনকে আসামী করা হয়েছে। কোতোয়ালী থানার এসআই অঞ্জন কুমার দাস বাদি হয়ে এই মামলাটি দায়ের করেন।
মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা জানান, বিএনপির মিছিল থেকে হাত বোমার বিস্ফোরণ ও নাশকতার ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা করেছে। বৃহস্পতিবার নাশকতার সময় আটক ছাত্রদল নেতা দেবাশীষ দাশ গুপ্ত, আলী বাহার ও রাসেল আহমদকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
মামলার অন্য আসামীরা হচ্ছেন, ছদরুল ইসলাম লোকমান, আলী আহমদ, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি নুরুল আলম সিদ্দিকী খালেদ, জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার, ছাত্রদল নেতা ফাহিমুর রহমান মৌসুম, অলিউর রহমান, সাইদুর রহমান বুদুড়ী, শামিম আহমদ, নজিবুর রহমান সিদ্দিকী, আফসর খান, এমরান আহমদ চৌধুরী, মিফতাহ সিদ্দিকী, আবুল কাহের শামিম, জুবের আহমদ, আব্দুল আহাদ খান জামাল, জাহেদ, কাইয়ুম চৌধুরী, ফজলে রাব্বি আহসান, মাহবুবুল হক চৌধুরী, কালা জামাল, সোহেল ইবনে রাজা, আবুল কাসেম, আলাতাফ হোসেন সুমন, তোফায়েল আহমদ, কয়েস আহমদ, সাইদুল ইসলাম, সুদীপ জ্যোতি এষ, লিটন আহমদ, মাহবুবুল আলম সৌরভ, মকসূদ আহমদ, আলতাফ হোসেন টিটু, আশারাফ উদ্দিন রুবেল ও অলি চৌধুরী।