সিলেট জেলা শাখা (বিডিইআরএম) এর উদ্যোগে বিশ্ব মানবিক মর্যাদা দিবস উপলক্ষে মানববন্ধন ও সমাবেশ

7
সিলেট জেলা শাখা (বিডিইআরএম) এর উদ্যোগে বিশ্ব মানবিক মর্যাদা দিবস উপলক্ষে মানববন্ধন ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছেন জেলা ওয়ার্কাস পার্টির সভাপতি কমরেড সিকন্দর আলী।

সিলেট জেলা শাখা দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলন (বিডিইআরএম) এর উদ্যোগে সভাপতি স্বপন কুমার ঋষি দাসের সভাপতিত্বে ও দলিত নেতা সঞ্জয় রবি দাস মনির পরিচালনায় কোর্ট পয়েন্ট কালেক্টর জামে মসজিদের সামনে সকাল ১১টায় বিশ্ব মানবিক মর্যাদা দিবস উদ্যাপন উপলক্ষে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সিলেট জেলা (বিডিইআর এম) কমিটির সহ-সভাপতি শ্রীমতিলাল, মিনা রানী ঋষি, দক্ষিণ সুরমা উপজেলার (বিডিইআরএম) কমিটির আহ্বায়ক রুহিত লাল রবি দাস, সদস্য মো. সামছুউদ্দিন, মো. শেখ আলামিন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড সিকন্দর আলী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর যুবমৈত্রী সংগঠনের সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ খোকন, সিলেট জেলা ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক ও নারী মুক্তি সংসদের সভানেত্রী ইন্দ্রাণী সেন সম্পা। বিজ্ঞপ্তি