বাল্যবিবাহের ফলে অনেক পরিবারে অশান্তি নেমে আসে ——–মাহতাব উদ্দিন

7

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা শাহপরাণ থানা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে মাসব্যাপী বাল্যবিবাহ প্রতিরোধ সচেতনতা ক্যাম্পেইনের সমাপনী দিনে ২৮ নভেম্বর বৃহস্পতিবার ৪নং খাদিমপাড়া ইউনিয়ন শাহপরাণে দ্য লুমিনাস স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা শাহপরাণ থানা শাখার সভাপতি ও ক্যাম্পেইনের সমন্বয়ক সৈয়দ আকরাম আল সাহানের সভাপতিত্বে ও দ্য লুমিনাস স্কুলের ভাইস প্রিন্সিপাল খালেদ আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন জকিগঞ্জ জুবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক মো: মাহতাব উদ্দিন। বিশেষ অতিথি দ্য লুমিনাস স্কুলের প্রিন্সিপাল মানবাধিকার কর্মী মো: সাইফুর রহমান খোকন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি, বাল্যবিবাহের ফলে অনেক পরিবারে অশান্তি নেমে আসে ও বিবাহ বিচ্ছেদের আশংকা তৈরি হওয়া ছাড়াও নানা পারিবারিক অশান্তি দেখা দেয়। বাল্যবিবাহের ফলে নারী শিক্ষার অগ্রগতি ব্যাহত হওয়া ছাড়াও বাল্যবিবাহের কারণে মাতৃমৃত্যুর ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। এছাড়া গর্ভপাতের ঝুঁকিও বৃদ্ধি পায়। বাল্যবিবাহের কারণে প্রতি ২০ মিনিটে একজন মা মারা যাচ্ছেন। অন্যদিকে প্রতি ঘন্টায় মারা যাচ্ছেন একজন নবজাতক। নবজাতক বেঁচে থাকলেও অনেক সময় তাকে নানা শারীরিক ও মানসিক জটিলতার মুখোমুখি হতে হয়।
এতে আরো উপস্থিত ছিলেন-আমিনুর রশীদ, জুবেদ খান, শাহরিয়ার রহমান, জয়ন্তি রাণী নাথ। এছাড়াও দ্য লুমিনাস স্কুলের ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি