আকাশে উড়লো সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের শিক্ষার্থীদের তৈরী করা ড্রোন। সিএসই বিভাগের বিভাগীয় প্রধান ও ঈজঞঈ পরিচালক আব্দুল আওয়াল আনসারী এর নেতৃত্বে সিএসই বিভাগের অদম্য দুই শিক্ষার্থী মোঃ ইহসানুল হক হৃদয় (৪র্থ বর্ষ সম্পন্ন) এবং আবু নাসের (৪র্থ বর্ষ ২য় সেমিস্টার) অক্লান্ত পরিশ্রম ও সার্বিক প্রচেষ্টায় দীর্ঘ ২ মাস পর ২১ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে ঝওট গড়হরঃড়ৎরহম উৎড়হব উড্ডয়ন করা হয়। ঝওট গড়হরঃড়ৎরহম উৎড়হব দলের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিল মিজান আহমেদ মুন্না (৩য় বর্ষ ১ম সেমিস্টার), অমিত লাল দাশ (৩য় বর্ষ ১ম সেমিস্টার), মিকদাদ আহমদ (২য় বর্ষ ১ম সেমিস্টার) এবং ঝওট গড়হরঃড়ৎরহম উৎড়হব টি তৈরীতে সময়ে সময়ে বিভিন্ন কাজে সহযোগিতা করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের শিক্ষার্থী জুনায়েদ আহমেদ। উড্ডয়নের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ চেয়ারম্যান শামীম আহমদ, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোঃ শহীদুল্লাহ তালুকদার, কোষাধ্যক্ষ প্রফেসর মোঃ মনির উদ্দিন এবং বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন প্রফেসর ঋষিকেষ ঘোষ সহ অন্যান্য অনুষদের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। বিজ্ঞপ্তি