শাবির পরিদর্শক দল কর্তৃক জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ পরিদর্শন

10

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ৫ সদস্য বিশিষ্ট পরিদর্শক দল সোমবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেন। অত্র কলেজের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষ থেকে অধিভুক্তি নবায়নের নিমিত্তে পরিদর্শনের জন্য শাবিপ্রবি’র ৫ সদস্যের টিম অত্র প্রতিষ্ঠান পরিদর্শন করেন। শাবিপ্রবির স্কুল অব এগ্রিকালচার এন্ড মিনারেল সায়েন্সেসের ডিন প্রফেসর ড. মোহাম্মদ বেলাল উদ্দিনের নেতৃত্বে পরিদর্শক দলের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- স্কুল অব মেডিকেল সায়েন্সের ডিন প্রফেসর ডা. মো. ময়নুল হক, অথর্নীতি বিভাগের প্রফেসর জহির উদ্দিন আহমদ, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রফেসর ড. মাজহারুল হাসান মজুমদার, মহাবিদ্যালয় পরিদর্শক (ভারপ্রাপ্ত) মো. তাজিম উদ্দিন। পরিদর্শক দল অত্র প্রতিষ্ঠানে পৌছলে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবেদ হোসেনের নেতৃত্বে প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক-চিকিৎসকবৃন্দ তাদেরকে স্বাগত জানান। এ সময় উপস্থিত ছিলেন- কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক এ.কে.এম. দাউদ, হাসপাতালের পরিচালক অধ্যাপক মো. তারেক আজাদ, ফিজিওলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক রেজিনা মুস্তারিন, ইএনটি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সৈয়দ সাদাতুল আফসার আল মাহমুদ, অর্থোপেডিক্স বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সাইরাস সাকিবা, ডার্মাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শামীমা আক্তার, এ্যানেসথেসিয়া বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. আব্দুর রশিদ, ফিজিক্যাল মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক খাজা মোহাম্মদ মুইজ, কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আয়েশা রফিক চৌধুরী, ডার্মাটোলজি বিভাগের অধ্যাপক মোহাম্মদ আব্দুল হাই, বায়োকেমিষ্ট্রি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. গুলশান আরা বেগম, মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোহাম্মদ আতিকুর রহমান, ফার্মাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক বুরহান উদ্দিন, ইউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক প্রমোদ রঞ্জন সিং, সার্জারী বিভাগের অধ্যাপক পারভীন আক্তার, মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মমতাজ বেগম, গ্যাস্ট্রোএন্ট্রোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সৈয়দ আলমগীর সাফওয়াত রানা, এনাটমী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস, অর্থোপেডিক্স বিভাগের অধ্যাপক সৈয়দ মোশারফ হোসেন, রেডিওলজি এন্ড ইমেজিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শাহ মোহাম্মদ মোস্তাকিম বিল্লাহ প্রমুখ। বিজ্ঞপ্তি