বিবেকানন্দ চর্চা পর্ষদ সিলেটের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ ১৫ নভেম্বর শুক্রবার দিনব্যাপী নগরীর মণিপুরী রাজবাড়ি শ্রীহট্ট লোকনাথ মন্দির এ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
উৎসবে অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে সকাল সাড়ে ৮টায় চিত্রাংকন, সকাল পৌণে ৯টায় কবিতা আবৃত্তি, সকাল ১০টায় নৃত্য ও বেলা ১১টায় ধর্মীয় সংগীত প্রতিযোগিতা। দুপুর সাড়ে ১২টায় আলোচনা সভা ও ঁযাদুমণি সূত্রধর স্মৃতিবৃত্তি এবং ঁমহাদেব দাশ-ঁক্ষিরদা বালা দাশ স্মৃতিবৃত্তি প্রদান।
পর্যদের সভাপতি বেণু ভূষণ দাশ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন ভারতীয় হাই কমিশন, সিলেটের সহ-হাই কমিশনার লক্ষ্মী নারায়ণ কৃষ্ণমূর্তি, সম্মানিত অতিথি ও মূখ্য আলোচকের বক্তব্য রাখবেন রামকৃষ্ণ মিশন আশ্রম সিলেটের সম্পাদক শ্রীমৎ স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ। বিশেষ অতিথির বক্তব্য রাখবেন রামকৃষ্ণ মিশন আশ্রম সিলেটের সভাপতি অধ্যাপক বিজিত কুমার দে, সিলেটের বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক প্রশান্ত কুমার সাহা, মদনমোহন কলেজ সিলেটের অধ্যক্ষ অধ্যাপিকা সর্বানী অর্জ্জুন, মহালয়া উদ্যাপন পরিষদ শ্রীহট্ট-১৪২৬ বাংলার সভাপতি প্রণব কুমার দেবনাথ, দৈনিক সিলেটের ডাক এর বার্তা সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস সমর, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, সিলেট জেলা শাখার সহ-সভাপতি ও কেন্দ্রীয় সদস্য অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য্য, শ্রীশ্রী শ্যামসুন্দর জিউর আখড়া লামাবাজার, সিলেটের সম্পাদক এডভোকেট নীলেন্দু দেব। বিজ্ঞপ্তি