হেমন্তের ডাক

27

মোঃ ছিদ্দিকুর রহমান

সকাল সন্ধ্যা মৃদু হাওয়ায়
নামে হালকা শীত,
পাড়া মহল্লা মুহরিত হয়ে
গায় হেমন্তের গীত।

ঘরে ঘরে নবান্ন উৎসবের
পিঠা পুলির ধুম,
ভোরবেলাতে উঠে জেগে
থাকেনা চোখে ঘুম।

সবুজ ঘাসে শিশির হাসে
সোনালী শুভ্র রোদে,
নতুন ধানের ফিরনি ক্ষীর
হয় যে রান্না দুধে।

চারিদিকে ঘোর কুয়াশায়
নেই যে কোনো ফাকঁ,
শরৎ শেষে আবার এসে
দিল হেমন্তের ডাক।