ঈশিতা চৌধুরী হেনা
বাবা মানে
ভোরের আলোয় লুকিয়ে থাকা দৃষ্টি
বাবা মানে
আমার ছেলেবেলার টলমলে খুশি বৃষ্টি।
বাবা মানে
চোখের কোণে বোবা কাঁন্নার জল
বাবা মানে
আমার শরীরের শিরা-উপশিরার দল।
বাবা মানে
হাজারো ফুলের গন্ধ
বাবা মানে
আমার কবিতার ছন্দ।
বাবা মানে
জীবনের বন্ধন
বাবা মানে
আমার হৃদয়ের স্পন্দন।
বাবা মানে
পরম মমতায় হাত ধরে চলা
বাবা মানে
প্রতিবার ভালোবাসি বলা।