উচ্চ রক্তচাপ হলে চিকিৎসা নেয়া জরুরি -ব্রিগেডিয়ার (অব.) এ মালিক

8

উচ্চ রক্তচাপকে বলা হয় নীরব ঘাতক পৃথিবীজুড়ে অসংক্রামক ব্যাধির মধ্যে এই রোগটি হচ্ছে অন্যতম. কিন্তু অনেকেই জানেনা উচ্চ রক্তচাপ তার শরীরে বাসা বেঁধে আছে, তাই সময়মত চিকিৎসকের শরণাপন্ন হয়ে চিকিৎসা নেয়া জরুরি, তা নাহলে স্ট্রোক, হার্ট অ্যাটাক, কিডনি সমস্যা এমনকি অন্ধত্ব দেখা দিতে পারে তখন আর কিছু করার থাকে না।
স্বাস্থ্য অধিদপ্তরের এনসিডিসি প্রোগ্রাম, রিসোল্ভ টু সেইভ লাইফ ইউএসএ এর সাহায্য পৃষ্ঠপোষকতায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সহায়তায় সিলেটের চারটি উপজেলার অন্যতম বিশ্বনাথ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে রবিবার এনসিডি কর্নার পরিদর্শনকালে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার(অব.) এ মালিক এ একথা বলেন। পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এর পরিচালক ও সিইও কর্ণেল (অব.) শাহ আবিদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ আব্দুর রহমান, প্রজেক্ট অফিসার ডাঃ শামিম যুবায়ের, মনিটরিং অফিসার এহসানুল আমিন ইমন এবং মনিটরিং অফিসার ডাঃ শাহিনুল ইসলাম। বিজ্ঞপ্তি