জৈন্তাপুর থেকে সংবাদদাতা :
“পুলিশের সঙ্গে কাজ করি, মাদক সন্ত্রাস জঙ্গি সন্ত্রাসমুক্ত দেশ গড়ি” শ্লোগানে জৈন্তাপুর কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
(২৬ অক্টোবর) শনিবার বিকাল ৩টায় জৈন্তাপুর মডেল থানা পুলিশের আয়োজনে উপজেলা প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে উপজেলায় এসে আলোচনা সভায় মিলিত হয়। র্যালী শেষে আলোচনা সভায় কমিউনিটি পুলিশের সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে ও জৈন্তাপুর মডেল থানার অফিসার এস.আই ইন্দ্রনীল ভট্টাচার্য রাজনের পরিচালনায় জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে, প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মৌরীন করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন (এমএ) প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল বণিক। নিজপাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল জলিল, জৈন্তাপুর বিয়াম কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল আবু সুফিয়ান বেলাল, জৈন্তাপুর মডেল থানার এস.আই মাহবুব প্রমুখ। এছাড়া র্যালীতে অংশগ্রহণ করেন জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ বাবর, জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রি কলেজের প্রিন্সিপাল মুফিজুর রহমান চৌধুরী, সহকারি অধ্যাপক কামরুল আহমদ শেরগোল, খসরু নোমান, বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রব, আ’লীগ নেতা আলকাছ, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সাভাপতি মঈনুল মুরসালিন রুহেল, সাধারণ সম্পাদক রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক অর্থ সম্পাদক গোলাম সরওয়ার বেলাল, সদস্য শোয়েব উদ্দিন, শোয়েব আহমদ প্রমুখ।