অবিলম্বে ভোলায় খুনীদের বিচারের আওতায় নিয়ে আসুন —–ইমাম সমিতি

14

ভোলা জেলার বোরহান উদ্দিনে সংঘটিত তৌহিদী জনতার মিছিলে নির্বিচারে গুলি করে ৫ জনকে হত্যা ও ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের শাস্তির দাবীতে গত সোমবার বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখা এক জরুরী সভার আহবান করে। সিলেট বন্দরবাজারস্থ মধুবন সুপার মার্কেট কার্যালয়ে শাখা সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাবের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা সিরাজুল ইসলামের পরিচালনায় বক্তারা বলেন, বিশ্বনবী (সা:)কে কটুক্তি ও মহান আল্লাহ রাব্বুল আলামীনকে গালাগাল করে ফেইসবুকে ষ্ট্যাটার্স দেয়ার ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ তৌহিদী জনতার উপর পুলিশী এ্যাকশনে ৫ জন তৌহিদী জনতাকে হত্যা করা হয়েছে। শতকরা ৯০% মুসলমানের দেশে এরকম হামলা কখন মেনে নেয়া যায় না। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদেরকে গ্রেফতার করে অবিলম্বে শাস্তির আওতায় নিয়ে আসতে ইমাম সমিতির নেতৃবৃন্দ আহবান জানান এবং ধর্ম নিয়ে কটুক্তিকারীদের ব্যাপারে মৃত্যুদন্ড আইন পাস করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান ইমাম নেতৃবৃন্দ।
মাওলানা মাসুম আহমদের তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত জরুরী সভায় বক্তব্য রাখেন ক্বারী মাওলানা শহীদ আহমদ, মাওলানা নূর আহমদ কাশেমী, মাওলানা আব্দুস সালাম, মাওলানা এখলাছুর রহমান, মাওলানা মাসুক আহমদ সালামী, মাওলানা আব্দুল হাসিব, মুফতি আব্দুর রহমান শাহজাহান, মাওলানা আশরাফ উদ্দিন, মাওলানা আব্দুল করিম নোমানী প্রমুখ। বিজ্ঞপ্তি