বিশ্বনাথ থেকে সংবাদদাতা :
বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ মূলত সাগরেই ধরা পড়ে। নোনাপানির এই সুস্বাদু মাছ ডিম পাড়তে বড় নদীতে আসে; ফের চলে যায় সাগরে। তবে সাম্প্রতিক বছরগুলোতে ব্যতিক্রম ঘটছে; ডিম পাড়ার পরও কিছু কিছু ইলিশ নদীতেই থেকে যাচ্ছে। তবে সুরমা নদীতে ইলিশ ধরা পড়ার ঘটনা বিরল। এবার সেই বিরল ঘটনাই ঘটেছে।
রবিবার বিকালে বিশ্বনাথ উপজেলার লামাকাজি এলাকায় সুরমা নদীতে প্রায় সোয়া দুই কেজি ওজনের একটি ইলিশ ধরা পড়েছে।
জানা গেছে, সুরমা নদীতে বড় আকারের জাল (স্থানীয়ভাবে পাঞ্চাল জাল হিসেবে পরিচিত) ফেলে মাছ ধরছিলেন ১১ জন জেলে। তাদের জালেই ধরা পড়ে ইলিশটি।
জেলে হামিদ উদ্দিন বলেন, ‘আমরা প্রতিদিনই সুরমা নদীতে মাছ ধরি। কিন্তু ইলিশ ধরা পড়ার ঘটনা বিরল। আজ প্রায় সোয়া দুই কেজি ওজনের একটি ইলিশ ধরা পড়েছে জালে।’
তবে ধরা পড়া ইলিশ সামুদ্রিক প্রজাতির নয়, বরং স্থানীয় প্রজাতির বলে মন্তব্য করেছেন সিলেট সদর উপজেলা মৎস্য কর্মকর্তা দ্বিজরাজ বর্মণ।
তিনি বলেন, ‘সিলেটে ধরা পড়া ইলিশ সামুদ্রিক নয়, এগুলো স্থানীয় প্রজাতির। সিলেটের হাকালুকি হাওরে বর্ষায় ইলিশ ধরা পড়ে। সুরমা নদী কিংবা চেঙ্গেরখালে হঠাৎ ইলিশ পাওয়া যায়।’