অতিরিক্ত নয় বিচারপতির শপথ আজ

14

কাজিরবাজার ডেস্ক :
সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগে নিয়োগপ্রাপ্ত ৯ অতিরিক্ত বিচারপতির শপথ গ্রহণ আজ সোমবার অনুষ্ঠিত হবে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সকাল সাড়ে ১০টায় তাদেরকে শপথ বাক্য পাঠ করাবেন। রবিবার শপথের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন সুপ্রীমকোর্টের বিশেষ কর্মকর্তা ব্যারিস্টার সাইফুর রহমান। এর আগে সকালে রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ে ৯ অতিরিক্ত বিচারপতির নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
নিয়োগ পাওয়া বিচারপতির মধ্যে রয়েছেন চারজন জুডিসিয়ারি সার্ভিস, তিনজন সুপ্রীমকোর্টের আইনজীবী ও দুজন ডেপুটি এ্যাটর্নি জেনারেল। নতুন নিয়োগপ্রাপ্ত অতিরিক্ত বিচারপতিগণ হলেন, মুহম্মদ মাহবুব-উল-ইসলাম, জেলা দায়রা জজ (পি,আর এল ভোগরত) শাহেদ নুর উদ্দিন (পি,আর এল ভোগরত), ড. মোঃ জাকির হোসেন, রেজিস্ট্রার জেনারেল, ড. মোঃ আখতারুজ্জামান স্পেশাল জজ-৫ (ঢাকা জেলা ও দায়রা জজ)। মোঃ মাহমুদ হাসান তালুকদার, কাজী ইবাদত হোসেন, একেএম জাহিরুল হক, এ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রীমকোর্ট। কে এম জাহিদ সারওয়ার ও কাজী জিনাত হক, ডেপুটি এ্যাটর্নি জেনারেল।
সদ্য নিয়োগ পাওয়া বিচারপতিরা বিধান অনুসারে দুই বছরের জন্য অস্থায়ী ভিত্তিতে দায়িত্ব পালন করবেন। শপথ বাক্য পাঠ করার মধ্য দিয়ে তাদের বিচারিক দায়িত্বভার অর্পণ করবেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। তবে দুই বছর অতিবাহিত হওয়ার পর কর্মদক্ষতা অনুযায়ী তাদের স্থায়ীভাবে নিয়োগ দেবে সরকার। নতুন নয় অতিরিক্ত বিচারপতি নিয়ে হাইকোর্টে বিচারপতি সংখ্যা দাঁড়াবে ১০১ জন। আর আপীল ও হাইকোর্ট বিভাগ মিলিয়ে মোট বিচারপতির সংখ্যা হবে ১০৮ জন।