জৈন্তাপুর থেকে সংবাদদাতা :
জৈন্তাপুর উপজেলার লালাখাল সীমান্তে ভারত থেকে চোরাই পথে আসা ৭০ কার্টুন হরলিক্স আটক করেছে ১৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, (১৯ অক্টোবর) শনিবার বিকাল ৩ টায় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র লালাখাল ক্যাম্প কমান্ডারের নেতৃতে দীর্ঘ ৩ ঘন্টা অভিযানের পর লালাখাল চা-বাগান রবই বাগান (কুল বাগান) এলাকায় থেকে ১৯ বিজিবি’র লালাখাল ক্যাম্পের টহল টিম ৭০ কার্টুন হরলিক্স আটক করে।
এলাকাবাসী আরও জানায়, হরলিক্সের চালানটি চোরাকারবারী দলের অন্যতম সদস্য ফতেপুর ইউনিয়নের (হরিপুর) শ্যামপুর গ্রামের বাসিন্দা ছনির মেম্বারের ছেলে লোকমান আহমদ ও লালা গ্রামের জলাল আহমদ। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারী দলের সদস্যরা হরলিক্স ফেলে পালিয়ে যায়। বিজিবি পরিত্যক্ত অবস্থায় তা উদ্ধার করে।
এ বিষয়ে জানতে ১৯ বিজিবি’র সিও লে. কর্ণেল আবু সাইদ আটকের কথা স্বীকার করে প্রতিবেদককে জানান- আমরা পরিত্যক্ত অবস্থায় হরলিক্সের বড় চালান ধরা পড়েছে। সটিক কত কাটুন আটক করা হয়েছে এখন বলা যাচ্ছে না আমরা গণনা করে জানাব।