আপীল ও হাইকোর্ট বিভাগে শীঘ্রই বিচারপতি নিয়োগ করা হচ্ছে

31

কাজিরবাজার ডেস্ক :
মামলা জট নিরসন ও কয়েকজন বিচারপতি অবসরে যাওয়ার কারণে সুপ্রীমকোর্টের আপীল বিভাগ ও হাইকোর্ট বিভাগে শীঘ্রই বিচারপতি নিয়োগ করা হচ্ছে। হাইকোর্ট বিভাগে নিয়োগের পর আপীল বিভাগে বিচারপতি নিয়োগ দেয়া হবে। হাইকোর্ট বিভাগে ১০ থেকে ১৫ জন বিচারপতি নিয়োগ হচ্ছে বলে সুপ্রীমকোর্ট অঙ্গনে ব্যাপক জল্পনা-কল্পনা চলছে। তবে শেষ মুহূর্তে এই সংখ্যা কমবেশিও হতে পারে। সংশ্লিষ্ট সূত্রে এ খবর জানা গেছে।
সুপ্রীমকোর্টের আইনজীবী, আইন কর্মকর্তা ও বিচার বিভাগীয় কর্মকর্তাদের (জেলা জজ) মধ্য থেকে বিচারপতি নিয়োগ করা হয়। এদিকে এই নিয়োগ সামনে রেখে সুপ্রীমকোর্ট বার সমিতির সভাপতি ও সম্পাদক তাদের মতামত ব্যক্ত করেছেন। সর্বশেষ গত বছরের মার্চে হাইকোর্টে অতিরিক্ত বিচারপতি হিসেবে ১৮ জনকে নিয়োগ দেয়া হয়। বর্তমানে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ আপীল বিভাগ ও হাইকোর্ট বিভাগ মিলিয়ে বিচারপতি রয়েছেন ৯৯ জন। এর মধ্যে হাইকোর্টে ৯২ ও আপীল বিভাগে ৭ জন। এর মধ্যে ৩ জন ছুটিতে থাকায় আপাতত বিচারকাজে অংশ নিচ্ছেন না। এছাড়া উচ্চ আদালতসহ নি¤œ আদালতে ৩৫ লাখ ৯৮ হাজার ২৬৩টি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে আপীল বিভাগে ২১ হাজার ৪১০টি এবং হাইকোর্টে ৪ লাখ ৮৮ হাজার ৫৬১টি মামলা বিচারাধীন। এছাড়া নিম্ন আদালতে বিচারাধীন ৩০ লাখ ৮৮ হাজার ২৯১টি মামলা। সে দিক বিবেচনা করলে সুপ্রীমকোর্টসহ নি¤œ আদালতে আরও বিচারক নিয়োগ করা প্রয়োজন।
ডেপুটি এ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক বলেছেন, মামলা জট নিরসনের লক্ষ্যে উচ্চ আদালতে বিচারপতি নিয়োগ করা প্রয়োজন। ইতোমধ্যে কয়েকজন বিচারপতি অবসরে গেছেন। কয়েক মাসের মধ্যে আরও কয়েকজন বিচারপতি অবসরে যাবেন। সেদিক বিবেচনা করেই বিচারপতি নিয়োগ দেয়া দরকার।