স্টাফ রিপোর্টার :
শহরতলীর কালারুকা থেকে জালালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মনফর আলীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে জালালাবাদ থানার ইসলামগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওকিল উদ্দিন আহমদ।
তিনি বলেন, গতকাল সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ কালারুকা এলাকা থেকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, ৭ রাউন্ড গুলি ও একটি ছোরাসহ উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে ৯টি মামলা রয়েছে।
জালালাবাদ থানার ওসি (তদন্ত) শাহ আলম জানান, মনফর আলীর বিরুদ্ধে চাঁদাবাজি, পুলিশ এসল্টসহ ৯টি মামলা রয়েছে। আজ শনিবার তাকে আদালতে প্রেরণ করা হতে পারে।
উল্লেখ্য, জালালাবাদ থানা এলাকায় ত্রাস হিসেবে মনফর আলীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে। মনফর আলী নানা বিতর্কিত কর্মকান্ডের সাথে জড়িত বলেও অভিযোগ আছে। জালালাবাদে চেঙ্গেরখালে বালুর নৌকা থেকে চাঁদা আদায়ে অভিযুক্ত তিনি। এর আগে একাধিকবার মনফর আলী ও তার সহযোগী সদস্য গ্রেফতার হয়। তারপরও বিতর্কিত এই মনফর আলী তার কর্মকান্ড বন্ধ হয়নি।