আমাদের দেশ

22

মজনু মিয়া

আমাদের দেশটা ফুলে ফলে ভরা তার
গাছপালা সবুজের অপরূপ বাহার।
পাখপাখিলির গানে ঘুম ভাঙ্গে রোজ ভোরে
গরুর পালে শুনি রাখাল বাঁশি সুরে।
মাটির কলসী ভরে জল আনে নব বউ
গাছের বাঁকা ডালে মধু জমায় রস মউ।
গাঁয়ের পথে সারি বেঁধে চলে ইস্কুল
ধূধূ প্রান্তরে আজও খোঁজে পথিক কূল।
নদী বিলে জালের কাঠি ধরে যায় মাছ
সাদা বকের সারি বসে খেত আইল সাঁঝ।
আউল বাউল গানে জমে রাতের আসর
আজও বিয়ে পার্বনে সাজে নতুন বাসর।
জমে উঠে হাট ঘাট লোকে লোকারণ্য
বাংলার বুকে ধরে হাল এক দল তারুণ্য।