বিশ^নাথ থেকে সংবাদদাতা :
দালালের মাধ্যমে ইউক্রেন থেকে ফ্রান্স যাবার পথে স্লোভাকিয়ার ষ্টরিনা জঙ্গলে নিহত হওয়া ফরিদ উদ্দিন আহমদের (৩৫) দাফন সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার দুপুর আড়াইটার দিকে পুলিশি নিরাপত্তার সাথে তাকে তার গ্রামের বাড়ি বিশ্বনাথের কারিকোনার পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়েছে। নিহত ফরিদ ওই গ্রামের সমশাদ আলী ও সমরুন নেছা দম্পতির বড় ছেলে। এরআগে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতলে ময়না তদন্ত শেষে শুক্রবার দুপুর ২টা ১০ মিনিটে কারিকোনা বায়তুল-মামুর জামে মসজিদ প্রাঙ্গণে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজ পড়ান নিহতের ছোটভাই মাওলানা লুৎফুর রহমান।
এ সময় দালালদের শাস্তি দাবি করে গ্রামবাসীর পক্ষে বক্তব্য রাখেন, কারিকোনা গ্রামের বাসিন্দা সিলেট জেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী ও নিহতের চাচা আব্দুশ শুকুর। এর আগে সাংবাদিক রফিকুল ইসলাম জুবায়েরের পরিচালনায়া নিহতের আত্মার মাগফেরাত কামনা করে বক্তব্য রাখেন সিলেটের ওসমানীনগর সার্কেলের অতিক্তি পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, সিলেট আল্-হামরা শপিং সিটির এমডি জামায়াত নেতা অধ্যক্ষ আব্দুল হান্নান, সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া।