সিলেট মেডিকেল বিশ^বিদ্যালয়ের ভিসি প্রফেসর মোর্শেদ আহমদ চৌধুরী বলেছেন, আমাদের স্বাধীনতার সব অর্জন বঙ্গবন্ধুর ত্যাগের ফসল। বঙ্গবন্ধুর সুযোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাঁর পিতার স্বপ্নের বাস্তবায়ন করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সামনের দিকে। দেশকে আজ মধ্যম আয়ের দেশ থেকে উচ্চ আয়ের দেশে রূপান্তর করছেন। কিন্তু স্বাধীনতা বিরোধীরা বসে নেই, তারা ২১ আগষ্ট গ্রেনেড হামলার ষড়যন্ত্র করে জননেত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাদেরকে ধ্বংস করতে চেয়েছিলো। তাই আমাদের সবাইকে যার যার অবস্থান থেকে সকল ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকতে হবে।
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে রবিবার আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে সিলেট মেডিকেল বিশ^বিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। সিলেট মেডিকেল বিশ^বিদ্যালয়ের ভিসি অধ্যাপক মোর্শেদ আহমদ চৌধুরী ফলজ গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন করেন। বৃক্ষরোপণ ও আলোচনা সভায় অন্যান্যের মধ্যে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর ডা.দিলীপ কুমার ভৌমিক, ডিন প্রফেসর ডা. মো.আশিকুর রহমান মজুমদার, ডিন প্রফেসর ডা. কে এম জে জাকি, বিশ^বিদ্যালয়ের পরিচালক মো.নাঈমুল হক চৌধুরী, সহকারী কলেজ পরিদর্শক মাইদুল ইসলাম চৌধুরী, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক বিলাল আহমদ চৌধুরী, সহকারী পরিচালক (প.উ.) গোলাম সারোয়ার প্রমুখ। বিজ্ঞপ্তি