ক্যাসিনো জুয়া মাদক ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে খেলাফত রাষ্ট্র ব্যবস্থার বিকল্প নেই ——মাওলানা গাজী রহমত উল্লাহ

16

বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর ২২ নং ওয়ার্ড শাখার শূরা অধিবেশন শাখা সভাপতি ক্বারী মাওলানা সানাউল্লাহর সভাপতিত্বে উপশহরস্থ একটি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর সভাপতি মাওলানা গাজী রহমত উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল কাইয়ুম, মুফতি মাওলানা রশীদ আহমদ, মহানগর সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলান এমরান আলম, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল আহাদ, মহানগর নির্বাহী সদস্য হাফিজ সিরাজ উদ্দিন।
শূরা বৈঠকে সদস্যদের মতামতের ভিত্তিতে বাংলাদেশ খেলাফত মজলিস ২২ নং ওয়ার্ড কমিটি পুনর্গঠন করা হয়। কমিটির দায়িত্বশীলরা হচ্ছেন-উপদেষ্টা মাওলানা জিয়াউদ্দিন, সভাপতি ক্বারী মাওলানা সানাউল্লহ, সহ-সভাপতি মাওলানা ক্বারী ফয়জুল ইসলাম, সাধারণ সম্পাদক ক্বারী মাওলানা ইসমাঈল চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক হাফিজ আবু সুফিয়ান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল আহাদ, বায়তুল মাল সম্পাদক মাওলানা মুজিবুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক হাফিজ ক্বারী আব্দুল হান্নান, প্রচার সম্পাদক হাফিজ মাওলানা দেলওয়ার হোসেন, সদস্য হাফিজ আব্দুর রহীম, মো: লোকমান আহমদ সহ ২১ সদস্য বিশিষ্ট ২২ নং ওয়ার্ড কমিটি পুনর্গঠন করা হয়। এবং মহানগর শাখার সভাপতি দায়িত্বশীলদের শপথ বাক্য পাঠ করান।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা গাজী রহমত উল্লাহ বলেন, ক্যাসিনো, জুয়া, মাদক ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে খেলাফত রাষ্ট্র ব্যবস্থার বিকল্প নেই। তিনি দলীয় নেতাকর্মীদের সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করার আহবান জানান। বিজ্ঞপ্তি