ছিনতাই হওয়া স্মার্ট ফোন ফিরে পাওয়ায় এসমপি কমিশনার গোলাম কিবরিয়া সহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের কৃতজ্ঞতা জানিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী কামরুন নাহার। বাংলাদেশ পুলিশের প্রশংসা করেন তিনি। উল্লেখ্য- গত ২১.০৮.১৯ তারিখ সন্ধার সময় ব্লু ওয়াটার মার্কেটের নিচতলা থেকে যুক্তরাজ্য প্রবাসী কামরুন নাহারের স্মার্টফোনটি কৌশলে ছিনতাই করে দুর্বৃত্তরা। ঐদিন রাতেই তিনি কোতওয়ালী থানায় জিডি করেন। জিডি নং ১৩৯৬ (২১-০৮-১৯)।
অত্যাধুনিক ট্র্যাকিং সিস্টেম ব্যবহার করে সেপ্টেম্বরের ২০ তারিখ স্মার্টফোন উদ্ধার করে পুলিশ। পরে যুক্তরাজ্য প্রবাসী কামরুন নাহারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা এস আই দেবাশিষ জানায়, এটি ছিনতাই হওয়ার পর বেশ কিছুদিন বন্ধ ছিলো। এরপর বিক্রয় ডটকম এ বিজ্ঞাপন দিয়ে এটি বিক্রি করা হয়। বিক্রয়ডটকম থেকে যিনি কিনেছেন তার কাছ থেকে আমরা মোবাইলটি উদ্ধার করি। মূল অপরাধীকে ধরতে অভিযান অব্যাহত আছে। বিজ্ঞপ্তি