গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
গোলাপগঞ্জে মোবাইল টাওয়ারে ডাকাতির সময় ছয় ডাকাতকে আটক করে গণদোলাই দিয়ে পুলিশে দিয়েছে জনতা। আটক ডাকাতরা হচ্ছে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার দূর্গাপুর গ্রামের মৃত আব্দুল কুদ্দুছের ছেলে নয়ন (২৮), মালিকগঞ্জ জেলার লৌহজন উপজেলার চান্দিনা গ্রামের মৃত কোরবান আলীর ছেলে মনির হোসেন (৩৫), সৈয়দপুর জেলার মবলন উপজেলার পালন গ্রামের আজিজ মোল্লার ছেলে বোরহান (২৭), ময়মনসিং জেলার ঈশ^রগঞ্জ উপজেলার শপতি গ্রামের জসিম উদ্দিনের ছেলে মোঃ অমর ফারুক, শরিয়তপুর জেলার পাঞ্জা উপজেলার পেয়ারপুর গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে মোঃ আব্দুল কুদ্দুছ (৩২), ডাকাতদের নিয়ে বহনকারী পিকআপ গাড়ীর চালক সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ডিয়লটিকি গ্রামের মৃত মোছব্বির আলীর ছেলে রুবেল (২৮)। ডাকাতদের ধরতে গিয়ে লক্ষ্মীপাশা ইউনিয়নের ওয়ার্ড সদস্য ও শ্রীবহর গ্রামের মৃত আকদ্দছ আলীর ছেলে ইসমাইল আলী আহত হয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। ডাকাতদের বিরুদ্ধে রবি টাওয়ার সিকিউরিটি মো. আব্দুল আলী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় উপজেলার দক্ষিণভাগ রাম্পা গ্রামের শাহজালাল উচ্চ বিদ্যালয় নিকটবর্তী মোবাইল কোম্পানি রবি ফোনের টাওয়ারে সরঞ্জাম ডাকাতির সময় স্থানীয় লোকজন দেখতে পেয়ে ঘেরাও করে উল্লেখিত ছয়জনকে ধরে ফেলেন। জনতার হাত থেকে ডাকাতদলকে উদ্ধার করে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে পুলিশ। ডাকাতদের বিরুদ্ধে রবি টাওয়ার সিকিউরিটি মো. আব্দুল আলী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলা নং-১০, তাং-২০-০৯-১৯।