ফেরদৌসী খানম রীনা
শরতে শিউলি ফুলের সৌরভে
প্রকৃতি যেন অপরূপে সাজে,
শাপলা -শালুক ফুটে থাকে
বিল আর ঝিলের মাঝে।
সাদা মেঘ ভেসে বেড়ায়
ঐ দূর নীল আকাশে,
নানান রঙের ফুলের সুভাস
আসে স্নিগ্ধ বাতাসে।
মাঠে মাঠে সোনালী ফসলের
বাহারে কৃষক মুগ্ধ হয়,
শরৎ ঋতুর নয়ানাভিরাম দৃশ্য
দেখে মন মেতে রয়।
নদীর দু’পাশে কাশফুলের
সৌন্দর্যে আবেশিত মন,
ডিঙ্গি নায়ে ঘুরে ঘুরে
আনন্দিত প্রতিটি ক্ষণ।
সোনার বাংলায় শরৎ ঋতু
আসে রাণীর বেশে,
অপূর্ব সেই রূপের মাঝে
মন হারায় অবশেষে। ..