স্টাফ রিপোর্টার :
শেরপুর থেকে নিখোঁজের ১ মাস পর দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানা এলাকা থেকে পুলিশের সহযোগিতায় উদ্ধার হয়েছে কিশোরী মৌসুমী আক্তার (১০)। সে শেরপুর হরিনধরা শ্রাবনী কিন্ডার গার্ডেন এন্ড হাই স্কুলের ৩য় শ্রেণীর ছাত্রী। গতকাল বুধবার কিশোরীর পিতা মোতালেব মিয়ার কাছে তাকে হস্তান্তর করা হয়।
এর আগে গত ২ আগস্ট শেরপুর হরিনধরা এলাকার নিজ বাড়ী থেকে দোকানের যাওয়ার কথা বলে নিখোঁজ হয় মৌসুমী। নিখোঁজের প্রেক্ষিতে তার পিতা শেরপুর সদর থানায় সাধারণ ডায়রি করেন। সাধারণ ডায়রি নং-৬১১ (১১-০৮-১৯)।
পুলিশ জানায়, গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে মোগলবাজার থানা এলাকার জালালপুরের রাস্তায় একা পেয়ে স্থানীয় লোকজন মোগলাবাজার থানা পুলিশকে অবহিত করেন। তাৎক্ষণিক মোগলাবাজার থানা পুলিশ তাকে উদ্ধার করা হয়। উদ্ধার পরবর্তী তাকে তার নাম ঠিকানা জিজ্ঞাসা করলে একেক সময় একেক কথা বলে। এক পর্যায়ে তার নাম পারভিন আক্তার, তার পিতার নাম মোতালেব বাড়ী হরিনধরা শেরপুর মর্মে জানায়। এমতাবস্থায় শেরপুর থানায় যোগাযোগ করলে জানা যায় তার নাম মৌসুমী আক্তার, পিতা-মো. মোতালেব মিয়া নামে একটি মেয়ে নিখোঁজ আছে। পরে তার পিতা মোতালেব মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি এসে তার মেয়েকে সনাক্ত করেন। মৌসুমী আক্তার পিতার জিম্মায় যাওয়ার আগ্রহ প্রকাশ করলে তাকে তার পিতার হেফাজতে প্রদান করা হয়।
এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) মো. জেদান আল মুসা বলেন, জালালপুর ইউপির স্থানীয় এলাকাবাসী ও মোগলাবাজার থানা পুলিশের সহযোগিতায় মেয়েটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে। গতকাল বুধবার মেয়েটিকে তার পিতার হেফাজতে প্রদান করা হয়।