এরশাদের শূন্য আসনে তফসিল ১ সেপ্টেম্বর

25

কাজিরবাজার ডেস্ক :
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ১ সেপ্টেম্বর। এই আসনে সম্পূর্ণ ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ব্যবহার করে ভোট নেয়া হবে বলে জানিয়েছেন ইসি সচিব মোঃ আলমগীর।
মঙ্গলবার নির্বাচন কমিশন ভবনে ইসির ৫১তম কমিশন বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ গত ১৪ জুলাই মৃত্যুবরণ করেন। গত ১৬ জুলাই আসনটি শূন্য হওয়ার গেজেট প্রকাশ করা হয়। আসন শূন্য হওয়ার দিন থেকেই নব্বই দিন গণনা করা হয়। এক্ষেত্রে আগামী ১১ অক্টোবরের মধ্যে ওই আসনে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা আছে।