সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং- ৭০৭ এর আওতাভুক্ত গোয়াইনঘাট বাইপাশ, সারিঘাট, জৈন্তা, দরবস্ত, বটেশ্বর, শাহ সুন্দর, ফতেপুর, চতুল, কানাইঘাট, পীরেরবাজার, হাতুরি, সুরমা বাইপাশ ও হরিপুর উপ-পরিষদের সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও জোরদার করার লক্ষ্যে জেলা কার্যকরি কমিটির সদস্য দ্বারা একটি সাংগঠনিক উপ-কমিটি গঠন করা হয়। গত ২১ আগষ্ট বুধবার সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং- ৭০৭ এর সভাপতি জাকারিয়া আহমদ স্বাক্ষারিত ৫ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
সাংগঠনিক কমিটির দায়িত্ব প্রাপ্তরা হলেন, আহ্বায়ক মো. নুরুল হক, সদস্য মো. রিয়াজ উদ্দিন, শরিফ উদ্দিন, দুলাল মিয়া ও জয়নাল মিয়া।
এ কমিটি তামাবিল লাইন, কানাইঘাট ও গোয়াইনঘাট উপজেলা উপ-পরিষদের কার্যক্রম ও এ লাইনে গাড়ি চলাচলে চালকের নিয়মশৃঙ্খলাসহ অন্যান্য বিষয় দেখা শুনা করার দায়িত্ব প্রদান করা হয় এবং উপ-পরিষদের কার্যক্রমে কোন সমস্যা চিহ্নিত হলে জেলা কমিটিকে অবহিত করার নির্দেশ প্রদান করা হয়। জেলা কমিটির সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী সৃষ্ট সমস্যা সমাধানে ব্যবস্থা নিবে। সাংগঠনিক উপ-কমিটিকে সকল উপ-পরিষদ তাদের আদেশ পরামর্শ মেনে চলার জন্য জেলা কমিটির পক্ষ থেকে নির্দেশ প্রদান করা হয়।
এদিকে উক্ত কমিটি গঠন উপলক্ষে ২৫ আগষ্ট রবিবার হরিপুরস্থ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্বে সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং- ৭০৭ এর সদস্য নুরুল হক।
সংগঠনের রামপ্রষাদ উপ-পরিষদের সহ-সভাপতি জসিমের পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ফতেহপুর উপ-পরিষদের সদস্য বিলাল আহমেদ, বাইপাসপূর্ব গোয়াইঘাট উপ পরিষদ হারুনুর রশিদ, নাজিম উদ্দিন, কামরুল, আব্দুল্লাহ, আলী আহমদ, সাঈদ শিকদার, খলিল আহমদ, তাজউদ্দিন। বিজ্ঞপ্তি