সেলিম হাসান কাওছার গোলাপগঞ্জ থেকে :
গোলাপগঞ্জ পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাত অনিরাপদ হয়ে পড়েছে। প্রতিদিন এসব সড়ক দিয়ে চলাচল করছে হাজার হাজার কর্মব্যস্ত মানুষ ও কোমলমতি ক্ষিার্থীরা। বিভিন্ন স্থানে রয়েছে রয়েছে স্লাব বিহীন ড্রেন। ড্রেনের স্লাব না থাকায় প্রতিনিয়ত সেই স্লাব বিহীন উন্মুক্ত ড্রেনের মধ্যে পড়ে আহত হচ্ছেন পথচারীরা। দুর্ঘটনা এড়াতে স্থানীয়রা স্লাবের পরিবর্তে কাঠ ও বাঁশ ব্যবহার করে বিভিন্ন ড্রেনের মুখ বন্ধ করেছেন। প্রায় তিন বছর যাবৎ এ ঝুঁকিপূর্ণ অবস্থার সৃষ্টি হলেও তা সংস্কারের কোন ধরনের উদ্যোগ গ্রহণ করেননি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। স্থানীয় বিভিন্ন জনপ্রতিনিধিকে ড্রেনের স্লাবগুলো সংস্কার করার জন্য স্থানীয় ব্যবসায়ী পথচারীরা স্থানীয় প্রতিনিধিদের অবগত করলেও কোন কাজ হয়নি। বিশেষ করে প্রতিদিন এসব সড়ক দিয়ে হাজার হাজার শিক্ষার্থীরা চলাচল করছে। পৌরসভার ১নং ওয়ার্ডের গডাউন রোর্ডের সজমুল ফার্মেসীর সামনের পয়েন্টে ড্রেনের কিছু অংশ উঠে যাওয়ায় গোলাপগঞ্জ সরকারি এমসি একাডেমী স্কুল এন্ড কলেজের শতশত শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে চলাচল করছেন। অপরদিকে ৪নং ওয়ার্ডের ঢাকাদক্ষিণ সড়কের চৌমুহনীর বিভিন্ন স্থানে ড্রেনের স্লাব না থাকায় সাধারণ মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছে। সুমন আহমদ নামে গোলাপগঞ্জ সরকারি এমসি একাডেমী স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর এক শিক্ষার্থী জানায় প্রায় দুই বছর থেকে গডাউন রোর্ডের ওই রাস্তাটি ভাঙ্গা রয়েছে। স্কুলে আসা যাওয়ার সময় অনেক গাড়ী পড়তে দেখা যায়। রাস্তা ছোট হওয়ায় আমাদেরও অনেক ঝুঁকি চলাচল করতে হয়। ব্যবসায়ী সিরাজুল ইসলাম বলেন-চৌমুহনীতে বিভিন্ন স্থানে ড্রেনের স্লাব না থাকায় কেউ না কেউ পড়ে আহত হচ্ছেন। মাত্র ৮/১০ হাজার টাকা হলে এই স্লাব লাগানো সম্ভব। এ ব্যাপারে গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেলের সাথে আলাপ করা হলে তিনি বলেন, আমি ড্রেনের স্লাব বানানোর কাজ শুরু করে দিয়েছি। খুব শীঘ্রই ঝুঁকিপূর্ণ এসব স্থানে স্লাব বসানো হবে।