আদিবাসী ভাষা চর্চা ও সংরক্ষণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে – এড. প্রদীপ ভট্টাচার্য্য

16

“আদিবাসী ভাষা চর্চা ও সংরক্ষণে এগিয়ে আসুন” এই প্রতিপাদ্যকে নিয়ে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট সদরের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ আগষ্ট শুক্রবার যথাযোগ্য মর্যাদার সাথে বিকেল ৩টায় সিলেট সদর উপজেলার পোড়াবাড়ি (ইসলামপুর) শ্রী শ্রী মহাপ্রভূর আখড়ায় এ সভা অনুষ্ঠিত হয়।
ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেটের সভাপতি দানেস সাংমার সভাপতিত্বে ও শ্রীমতি উরাং এবং তৃষ্ণা উরাংয়ের যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য্য বলেন, আদিবাসী ভাষা চর্চা ও সংরক্ষণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আদিবাসীদের দাবীগুলো গুরুত্বসহকারে তুলে ধরে বলেন, আদিবাসীদের সম অধিকার, সম মর্যাদা, সমতল ভূমি, আদিবাসীদের ভূমি কমিশন গঠন, সরকারী ও বেসরকারি স্কুলগুলোতে একজন আদিবাসী শিক্ষক নিয়োগ ও বর্ণবৈষম্য দূর করতে হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সদস্য বিনা উরাং।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন কমিটি সিলেট মহানগর শাখার সভাপতি সুব্রত দেব, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেটের উপদেষ্টা নারী নেত্রী মারিয়ান চৌধুরী মাম্মী, বাংলাদেশ পূজা উদযাপন কমিটি সিলেট জেলা শাখার সহ সভাপতি গোপিকা শ্যাম পুরকায়স্থ (চয়ন), বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব, ৬নং টুকেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শহীদ আহমদ, বাংলাদেশ পূজা উদযাপন কমিটি সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ, বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ সিলেট জেলার সভাপতি ধনঞ্জয় দাস ধনু, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ সিলেট কোতোয়ালী থানার আহ্বায়ক পান্না লাল রায়, এয়ারপোর্ট থানার আহ্বায়ক জি.ডি রুমু প্রমুখ। বিজ্ঞপ্তি